দায়িত্ব নিয়েই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বিপিএলে বাড়বে ভেন্যু সংখ্যা। সে তালিকায় ছিল রাজশাহী ও বরিশালের দুই ভেন্যুর নাম। শেষ পর্যন্ত রাজশাহীকে বেছে নিয়েছে বিসিবি। জানা গেছে, আগামী আসরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি রাজশাহীতে আয়োজন করা হবে ম্যাচ।
বিসিবির এই নির্বাচনে ক্যাটাগরি-৩ ছাড়া বাকি সব পদে কারা জিতবেন তা সবাই জানত। কারণ, সেই পদে যারা লড়ছিলেন তাতে কোনো প্রতিপক্ষই যে ছিল না। ক্লাব কোটার ১২টি পরিচালক পদে প্রার্থীর সংখ্যা ছিল ১৭। তবে এই তালিকার তিনজন তাদের নাম প্রত্যাহার করে নেন ভোট শুরুর অনেক আগেই। বাকি দুজন ছিলেন ‘ডামি প্রার্থী’।
বিসিবি নির্বাচন
চার মাস আগে দায়িত্ব নিয়ে ‘কুইক টি-টোয়েন্টি ইনিংস’ খেলে বিদায় নিতে চেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এবার সেই দায়িত্ব এখন দীর্ঘায়িত হওয়ার অপেক্ষায়। আজ বিসিবি নির্বাচনে ফের সভাপতি হওয়া সময়ের ব্যাপারমাত্র। এই নির্বাচনের আগের দিন অর্থাৎ গতকাল নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।